বাণী ||জনাব মাওলানা ইবরাহীম
আলোকিত নন্দিরগাঁও ই-ম্যাগাজিন অনলাইন পোর্টাল ক্বারি মোহাম্মদ মোজাম্মেল আলী সাহেবের সম্পাদনায় প্রকাশিত হতে যাচ্ছে শুনে যার পর নাই আনন্দিত হলাম। আশা করি ডিজিটাল তথ্য প্রযুক্তির যুগে নতুন প্রজন্মের কাছে নিজ এলাকা,নন্দিরগাঁও রাজের ইতিহাস, সংস্কৃতি, ইসলামী তামাদ্দুন ফোটে উঠবে।
যা শুধু নিজ এলাকা নিজ দেশ নয় বিশ্ব দরবারে যেন আলোকিত নন্দিরগাঁও ই ম্যাগাজিন এর মাধ্যমে প্রস্ফুটিত হয়।
পরিবেশের সম্পাদনা পরিষদের সকল কর্মী, শুভানুধ্যায়ী, দের পরিশ্রম যেন যুগোপযোগী, সুন্দর ও সফল হয় এই কামনাই করি।
মাওলানা ইবরাহীম
সহকারী শিক্ষক: জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট, সিলেট