শাহজালাল ও শাহপরাণের পূণ্যভূমি সিলেটের অন্তর্গত প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদ ভরপুর গোয়াইনঘাট উপজেলার অন্যতম প্রাচীন গ্রামটি হচ্ছে নন্দিরগাঁও।এই গ্রামটি সময়ে সময়ে ক্ষণজন্মা পূর্বপুরুষদের যশ ও খ্যাতির মাধ্যমে পরিচিতি লাভ করে ও পরিচালিত হয়ে আসছে।
যুগে যুগে বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, গুণীজনের পদচারণায় মুখরিত ছিল এই গ্রাম।
তৎকালীন বিট্রিশ আমলের ঐতিহ্যবাহী নন্দিরগাঁও গ্রামের উল্লেখযোগ্য বিশিষ্ট মুরব্বি গণ ও গুণীজন:
০১. মরহুম জনাব হামিদ আহমদ
০২. মরহুম কাজিম আহমদ
০৩. মরহুম জনাব আলহাজ্ব মুসিম আলী
০৪. মরহুম জনাব মাওলানা আব্বাস মুন্সি
০৫. মরহুম জনাব আমজাদ আলী
০৬. মরহুম জনাব সদাই আহমদ
০৭. মরহুম জনাব বারী মেম্বার
০৮. মরহুম জনাব সুনা মিয়া
০৯. মরহুম জনাব আব্দুর রহমান সখারী
১০. মরহুম জনাব আলহাজ্ব ইদ্রিস আলী
১১. মরহুম জনাব আলহাজ্ব আহমদ আলী
১২. মরহুম জনাব ইরফান আলী