“আলোকিত নন্দির গাঁও ই-ম্যাগাজিন অনলাইনে প্রকাশিত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত।”
আলোকিত নন্দির গাঁও ই-ম্যাগাজিন অনলাইনের মাধ্যমে তুলে ধরবে আমাদের গ্রামের শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য । এবং গ্রামের খ্যাতিমান ব্যাক্তি বর্গের জীবনী , যা আমাদের আগামী প্রজন্ম কে আরো সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখবে।
আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এই উদ্যোগ নেওয়ার জন্য। অনলাইনে ই-ম্যাগেজিন সম্পাদক ও এর সাথে জড়িত সবার জন্য শুভকামনা রইলো।।
সিদ্দিক আহমেদ
সাংগঠনিক সম্পাদক: ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি।
মানাউরা , গোয়াইনঘাট , সিলেট।