মায়ের মন রান্নায়
বাচ্চার মন কান্নায়
ছেলের মন খেলায়
মেয়ের মন পড়ায় ।
মায়ের রান্নায় ঝাল
বাবার খারাপ হাল
মেয়ে পড়ে ইন্টারে
ছেলে থাকে কাজে
দাদসলা বেটা ক্রিকেটার
হলেন বিশ্ব চ্যাম্পিয়ন।
দাদা কিনেন ব্যাট,
আম্পায়ারের মাথায় হ্যাট;
দাদা মারেন ছয়
দাদির মনে ভয়।