প্রখর রোদে কঠিন তাপে
জমিন ছিল ক্লান্ত,
বৃষ্টি নামে ধরার বুকে
করতে জমিন শান্ত।
আকাশ থেকে বৃষ্টি নামে
টিক টিক করে শব্দ,
বৃষ্টির সাথে রহমত নামে
হয় যে,মুমিন শান্ত।
চতুর্দিকের পরিবেশিটা
হয় যখন অশান্ত,
বৃষ্টি দিয়ে মহান আল্লাহ
করে দেন তা শান্ত।
গাছ গাছালি বন বনানি
করে যখন হাহাকার,
বৃষ্টি দিয়ে বিদাতা
করে দেন তা চমৎকার।