ফুল দেখলে প্রান জুড়ায়
লাগে মনে মিষ্টি,
ফুল হলো সৌরভিত
মহান আল্লাহর সৃষ্টি।।
ফুলের গ্রানে প্রাণ জুড়ে
গন্ধ ছড়ায় চতুর্দিকে
পুবাল হাওয়া লাগিয়ে বুকে
পাই যে, মনে শান্তি
মৌমাছিরা ফুলের উপর
ঘুরে বেড়ায় সারাক্ষণ
খাবার তরে মধু খুজে
করে নিয়ে সারাক্ষণ