মোঃদিলওয়ার হুসেন
উপ সহকারী কৃষি অফিসার
কোম্পানিগঞ্জ /সিলেট।
হে নারী, জেগে উঠো,রুখে দাড়াও
বসে থেকোনা আর।
কাধে কাধ মিলাও
হাতে হাত রাখো
গাও সাম্যের গান।
হে নারী,
ইসলাম তোমাকে দিয়েছে সম্মান,
কতটুকু স্বাধীনতা,
তাহলে তুমি কেন,উম্মতের মতো স্বাধীনতা খুঁজে ফিরেছ।
হে নারী,
তুমি আর পাশ্চাত্যের পথে যেওনা,
সে পথে তুমি স্বাধীনতা খুঁজে পাবেনা।
তুমি সত্যের পথে এগিয়ে চলো
সে পথে পাবে তুমি সত্যের সন্ধান।